‘বিরোধ নিস্পত্তিতে মেডিয়েশনের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও ‘নৃত্য-কলায় মেডিয়েশন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সুপ্রিম কোর্টে আসছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস।

আগামীকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবন মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

‘নৃত্য-কলায় মেডিয়েশন’ অনুষ্ঠানটি পরিচালনা করবেন ভারতের সার্টিফায়েড মেডিয়েটর মিস তনুশ্রী রায়।

সোমবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

‘বিরোধ নিস্পত্তিতে মেডিয়েশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, সম্প্রীতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)কাজ করছে।