‘বিরোধ নিস্পত্তিতে মেডিয়েশনের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও নৃত্য-কলায় মেডিয়েশন শীর্ষক ড্যান্স ড্রামা অনুষ্ঠান উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘বিরোধ নিস্পত্তিতে মেডিয়েশনের ভূমিকা’ সেমিনার শেষে এ ড্রান্স ড্রামা অনুষ্ঠিত হয়।
নৃত্য-কলায় মেডিয়েশন শীর্ষক ড্রান্স ড্রামা পরিবেশন করেন ভারত থেকে আগত শিল্পীরা। তারা নাচ ও অভিনয়ের মাধ্যমে সমাজে প্রতীকী শান্তির বাণী ছড়িয়ে দেন।
নৃত্য-কলায় মেডিয়েশন অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারতের সার্টিফায়েড মেডিয়েটর মিস তনুশ্রী রায়।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ড্যান্স ড্রামা অনুষ্ঠান দীর্ঘ সময় বসে থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
সেমিনারের প্রধান অতিথি অনুষ্ঠানে প্রধান অতিথি আপিল বিভাগের বিচারপতি মুহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি মো. সেলিম, বিচারপতি আহমেদ সোহেল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুণ্ড ড্রান্স ড্রামা অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) অনুষ্ঠানটির আয়োজন করে।