বিচারক ও আইনজীবীদের অংশগ্রহণে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় মেডিয়েশন ও আইন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নওগাঁ শহরের হোটেল মল্লিকা ইনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১৭ জন বিচারক ও ৩০ জন স্থানীয় আইনজীবী অংশগ্রহণ করেন।
কর্মশালায় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাঠানো বানী পড়ে শোনানো হয়।বানীতে তিনি বলেন,উপযুক্ত মেডিয়েটদের মধ্যে থেকে একটি প্যানেল তৈরি করা আবশ্যক এবং দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা উচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁর জেলা ও দায়রা জজ এ কে এম শহিদুল ইসলাম বলেন,মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণ অবশ্যই নেওয়া দরকার। বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ ছাড়া মামলার জট কমানো সম্ভব নয়। একমাত্র মেডিয়েশনই মামলাজট কমাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী,সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাক্রিডিটেড মেডিয়েটর পঞ্চজ কুমার কুন্ডু ও অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার।